• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৬:৫৮ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৬:৫৮ (20-May-2024)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে খেজুর গাছের চারা রোপণ

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘শ্যামল নির্মল ঐতিহ্যে মানিকগঞ্জ’ সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের আশ্রয়ণ প্রকল্পে খেজুর গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) শাহিনা পারভীন।১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পশ্চিম হাট বড়িয়াল আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মাঝে খেজুর গাছের চারা বিতরণের পাশাপাশি খেজুর গাছের চারা রোপণও করা হয়।উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বেতিলা-মিতরা ইউনিয়নের চেয়ারম্যান, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় উপ-পরিচালক শাহিনা পারভীন বলেন, ‘লোক সঙ্গীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর’ এই স্লোগানে হাজারী গুড়কে জেলার ব্যান্ডিং করা হয়েছে। এই গুড়ের উৎপাদন ও মান ধরে রাখতে জেলায় ৫ লাখ খেজুর গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে স্কুল-কলেজ রাস্তার দুপাশে এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেজুর গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। ঐতিয্যবাহী এই গুড়কে ধরে রাখতে সকলকে বেশি বেশি করে খেজুর গাছ রোপণের পরামর্শ দেয়া হয়েছে।