• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৪২:৪৬ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৪২:৪৬ (11-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুরাদনগরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

১০ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৫২:৩৮

মুরাদনগরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সাদ্দাম হোসেন (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

৯ মে শুক্রবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার একই ইউনিয়নের রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারী চুরি করে এবং ঘরের মাটি (হীন) কেটে প্রবেশের চেষ্টা করে। এ সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে সাদ্দাম হোসেনকে আটক করে জনতা। চোরের অন্য সদস্যরা এ সময় পালিয়ে যায়। বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিমরা তাকে গাছের সাথে বেঁধে রাখে। পরে স্থানীয়রা জড়ো হয়ে চোর সন্দেহে আটক সাদ্দামকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ