• ঢাকা
  • |
  • সোমবার ২০শে শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৩৩:০১ (04-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২০শে শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৩৩:০১ (04-Aug-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কাপ্তাই লেকে পানি বিপৎসীমায়, খুলে দেয়া হবে বাঁধের ১৬টি জলকপাট

৪ আগস্ট ২০২৫ সকাল ০৯:৩৮:০৮

কাপ্তাই লেকে পানি বিপৎসীমায়, খুলে দেয়া হবে বাঁধের ১৬টি জলকপাট

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপৎসীমায় পৌঁছেছে। ৩ আগস্ট রোববার সন্ধ্যায় কাপ্তাই লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৭ ফুট মীন সি লেভেল। যদিও লেকটির ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত, তবে কাপ্তাই বাঁধের বয়সজনিত কারণেই ১০৭ ফুটকেই বর্তমানে বিপৎসীমা হিসেবে বিবেচনা করা হয়।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেকে পানি বিপৎসীমায় পৌঁছেছে। সোমবার বিকেল তিনটায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে।

একই সঙ্গে জানানো হয়, কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরও ৩০ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান আরও জানান, রাতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সকালে এই ধারা অব্যাহত না থাকলে পানি সোমবার ছাড়া হবে না।

তিনি আরও জানান, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ