মানিকগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, দেশে যে উন্নয়ন হয়েছে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে আরও কয়েকগুণ বেশি উন্নয়ন হবে। আর যদি অন্য কোন দল ক্ষমতায় আসে, চলমান ভালো ভালো উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করে দেবে। তারা দেশের উন্নয়ন বাদ দিয়ে আগে তাদের পেট ভরবে।
১৬ অক্টোবর সোমবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের বনগাজা গ্রামে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মমতাজ বলেন, শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কথা ভাবেন। আপনাদের সংসারের উপর খেয়াল রাখেন। শেখ হাসিনাকে আপনারা মনে রাখবেন। শেখ হাসিনা সরকার সবসময় মহিলাদের নিয়ে বেশি চিন্তা করেন। তাই মাতৃত্বকালীন ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতাসহ নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করেছেন।
উপজেলা জাতীয় মহিলা সংস্থা (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়) আয়েজিত উঠান বৈঠকে তিনি আরও বলেন, একজন নারীকে তাদের সন্তান বা স্বামী যদি ভাত না দেন, শেখ হাসিনা সরকার কিন্তু তাদের ভাতার ব্যবস্থা করেছেন। অনেক নারী আছে আমাকে বলেন, আমার সন্তান আমাকে ভাত দেয় না। কিন্তু শেখ হাসিনা আমাকে ভাত দেয়।
বিশেষ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান হিরো, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক সালেহা জাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available