চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। ২ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার নদী ও সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভোলার চরফ্যাশন উপজেলার জেলেরা। এখন মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষণা করে সরকার। এ সময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা সফল করতে মেঘনা ও তেতুলিয়া নদীতে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।
তেতুলিয়া নদীর বিভিন্ন মৎস্য ঘাটে জেলেদের সাথে আলাপকালে জেলেরা এশিয়ান টিভি অনলাইনকে বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবরোধের ২২ দিন অলস সময় পার করেছি। নদীতে ইলিশ ধরা বন্ধ থাকায় কিছু টাকা ধার-দেনা করেছি। ভালো মাছ পেলে সবার টাকা শোধ করতে পারবো।
চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের ফিশারি অফিসার মো. সাইদুর রহমান বলেন, জেলেরা সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই সাগরে যেতে পারবেন। এছাড়া নিষেধাজ্ঞা সফল করতে পুলিশসহ মৎস্য বিভাগ নদীতে প্রতিদিন অভিযান চালিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি জেলেরা প্রচুর মাছ পাবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available