• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই কার্তিক ১৪৩১ সকাল ০৬:১৬:০৪ (01-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই কার্তিক ১৪৩১ সকাল ০৬:১৬:০৪ (01-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

জমকালো আয়োজনে পর্দা উঠল দুবাই বইমেলার

১৬ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৪২:৩৯

জমকালো আয়োজনে পর্দা উঠল দুবাই বইমেলার

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী বিজয় উৎসব ও বাংলাদেশ বইমেলার পর্দা উঠল। ১৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের প্রাঙ্গণে বিকাল ৫টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রখ্যাত লেখক শিহাব শাহরিয়ার ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলার আশিষ কুমার সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল কবি বিএম জামাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদি, আমিরাতের কবি ও সাহিত্যিক ইউসুফ আব লুজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ছাড়াও আরব ও ইংরেজি সাহিত্যের বরেণ্য লেখকরা উপস্থিত ছিলেন। বর্তমানে প্রায় দশ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাসস্থল আমিরাত। এখানে দ্বিতীয়বারের মতো বাংলা বইমেলার স্বাদ পেতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন প্রবাসীরা। মেলার মূলমঞ্চে প্রথমদিনে ৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মেলায় ঢাকা থেকে ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এছাড়া নানা সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট ৭০টি স্টল স্থান পেয়েছে। শনিবার ও রোববার মেলা প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাহিত্য বিষয়ক নানা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে প্রবাসের মাটিতে এমন সুযোগ পেয়ে নিজেদের পরিবারের সন্তানদের বাংলা বই পড়ার আনন্দ প্রকাশ করেছেন প্রবাসীরা। বইমেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ, পুথিনিলয়, সময়, পাঞ্জেরী, জার্নিম্যান বুকস, পাঠক সামাবেশ, অনিন্দ্য, নালন্দা, ত্রয়ী, বাতিঘর, দি রয়েল পাবলিশার্স, ভাষাচিত্র, চারুলিপি, শব্দশৈলী, পরিবার পাবলিকেশন্স, অন্বয়, কিন্ডারবুকস, বর্ণ প্রকাশ লিমিটেডের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করেছে দুবাই কনস্যুলেট।

প্রবাসে বেড়ে ওঠা বাঙালি প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে এসব মেলার খুব প্রয়োজন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। এ মেলার ধারাবাহিকতা রাখার আহ্বানও জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাবির অধিভুক্তই থাকবে ঢাকার ৭ কলেজ
৩১ অক্টোবর ২০২৪ রাত ০৮:১৯:৫১

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থ উপদেষ্টা
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫২:২১


এবার ঠাকুরগাঁওয়ে রিভো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৪৮

ভিট বাংলাদেশের ‘এগিয়ে যাও আত্মবিশ্বাসে’
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০৩:০৩

অভিনেতা মাসুদ আলী খান আর নেই
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬:১১


ডিআইইউতে সংসদীয় ও রম্য বিতর্ক অনুষ্ঠিত
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৫:১৭