আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দুবাইয়ে দ্বিতীয় বাংলাদেশি বইমেলা। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এ বইমেলা শুরু হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার।
শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টায় বই মেলার উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক ও লেখক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে থাকবেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত। আরও উপস্থিত থাকবেন আমিরাত ও বাংলাদেশের কবি সাহিত্যিকরা৷ ১৬ ও ১৭ ডিসেম্বর বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।
১৩ ডিসেম্বর বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, ইতোমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের বইমেলায় ঢাকার ৩০টি প্রসিদ্ধ প্রকাশনীসহ ৭০টি স্টল থাকবে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বইমেলায় আমিরাতসহ বিভিন্ন দেশের কবি সাহিত্যিক উপস্থিত থাকার কথাও জানান জামাল হোসেন। বইমেলার পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিএম জামাল হোসেন বলেন, গতবছর বইমেলায় অংশ নিয়ে প্রবাসীরা দাবি তুলেছিলেন, প্রতিবছর যেন এটা অব্যাহত থাকে৷ প্রবাসীদের দাবির প্রেক্ষিতে ও প্রবাসীদের মাঝে বাংলা সাহিত্যের প্রাণ সঞ্চার করার লক্ষ্যে আবারও এই বইমেলার আয়োজন করা হয়েছে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available