ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া ৩৩টি অজগরের বাচ্চাকে ফটিকছড়ি উপজেলার হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
৪ জুলাই শুক্রবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব অজগরের শাবককে তাদের স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান ও চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।
চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন জানান, “অজগরের বাচ্চাগুলোর বয়স ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এতে করে বন্যপ্রাণ সংরক্ষণে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন হলো।”
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বনবিভাগের কর্মকর্তারা। স্থানীয় পরিবেশপ্রেমীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available