• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:৪৮:৩৬ (10-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:৪৮:৩৬ (10-May-2025)
  • - ৩৩° সে:

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র মুনতাছির জামান (১২) ও কলেজ ছাত্র তারিক হোসেন (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।৬ মে মঙ্গলবার দুপুরে গাংনীর তেরাইল ও কামারখালি এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।নিহত মাদ্রাসা ছাত্র মুনতাছির জামান গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং ছাতিয়ান-বাওট হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। নিহত তারিক হোসেন একই উপজেলার কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে ও কাজিপুর কলেজের ছাত্র।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।স্থানীয়দের বরাতে তিনি জানান, কামারখালি গ্রামের একটি ব্রিজের কাছে ইটবোঝাই লাটাহাম্বারের ধাক্কায় গুরুতর আহত হয় মুনতাছির জামান। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।অপরদিকে, বেলা আড়াইটার দিকে গাংনীর তেরাইল এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া মহা সড়কে মুখোমুখি দুটি মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র তারিক হোসেন, সোহাগ হোসেন (২৪) ও পল্লী উন্নয়ন ব্যাংকের গাংনী শাখার মাঠকর্মী আমজাদ হোসেন (৩৮) আহত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, তেরাইল ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তারিক ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারিক হোসেন মারা যান।