• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ সকাল ০৮:৫৬:৩০ (15-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ সকাল ০৮:৫৬:৩০ (15-May-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছে: ওয়াক'র সভায় বক্তারা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: "রাঙ্গুনিয়ায় মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছে। তাই একটি শিশু বিকাশ কেন্দ্র খুবই  দরকার। এতে এলাকার প্রতিবন্ধী ছাড়াও উপকৃত হবেন আশে-পাশের উপজেলার শিশুরাও।"বেসরকারি সংস্থা এওয়াক এর উদ্যোগে লিলিয়ানা ফাউন্ডেশন এর অর্থায়নে এবং সিডিডি (সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট) এর কারিগরি সহায়তায় দা মিনিংগফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অফ চিলড্রেন অ্যান্ড উইথ ডিজএবিলিটিজ ইন ডোমেইনস অব সিবিআর প্রজেক্ট এর সূচনা কর্মশালায় বক্তারা একথা বলেন।  ১৪ মে বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন এওয়াক'র প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী।অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার অদিতি দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান।বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়কারী একেএম.নিজামুল হক, প্রশিক্ষক ইয়াছিন মনজু, সিবিআর অফিসার রেজাউল করিম, ইমতিয়াজ ইউসুফ, জোবাইদা খাতুন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা, শিক্ষক পলাশ কুমার চৌধুরী, এম মোরশেদ আলম, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হক প্রমুখ।বক্তারা আরও বলেন, “সমাজের প্রতিটি স্তরে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এমন উদ্যোগ আমাদের সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করে তুলবে।