• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ ভোর ০৫:৪৬:১০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ ভোর ০৫:৪৬:১০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:

খেলা

মানিকগঞ্জে শিক্ষার্থীদের ‍নিয়ে কাবাডি ও দাবা প্রতিযোগিতা

১৩ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪৩:০৫

মানিকগঞ্জে শিক্ষার্থীদের ‍নিয়ে কাবাডি ও দাবা প্রতিযোগিতা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক কাবাডি (মেয়ে) ও দাবা (ছেলে ও মেয়ে) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

কাবাডি খেলায় মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচটি বিদ্যালয়ের ১০ জন করে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। পাশাপাশি দাবা প্রতিযোগিতায় ছয়টি বিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষার্থী অংশ নেয়।

ক্রীড়া প্রতিযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াঙ্কা, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ ও মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ শিক্ষকমন্ডলী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলায় চ্যাম্পিয়ন মত্ত উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অপরদিকে দাবা প্রতিযোগিতায় (বালক) চ্যাম্পিয়ন হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়। বালিকা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৫০