• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১২:১১:৫০ (30-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১২:১১:৫০ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

আওয়ামী লীগ আজ রাষ্ট্রকে পুলিশ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল

১৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৫১:০৭

আওয়ামী লীগ আজ রাষ্ট্রকে পুলিশ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় পুলিশি নির্যাতনে যুবদল নেতার মৃত্যু আবারো প্রমাণ করে এই সরকারের নির্যাতন চরম পর্যায়ে উঠে গেছে। এই অত্যাচার ও নির্যাতন করেই আওয়ামী লীগ দেশ শাসন করছে। জনগণের অধিকার কেড়ে নিচ্ছে।

১২ এপ্রিল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিহত যুবদল নেতার কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত শেষে শোকসভায় তিনি এসব কথা বলেন।

মহাসচিব অভিযোগ করে বলেন, হরিপুর উপজেলার যুবদল নেতা আকরামকে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে গিয়ে কাস্টরিতে পিটিয়ে হত্যা করেছে। যে দেশে পুলিশ কাস্টরিতে নির্যাতন করে হত্যা করা হয়, সেই দেশের অবস্থা কী পর্যায়ে সেটি ভাবার বিষয়। এখানে এই দেশে যারাই রক্ষক তারাই আজ ভক্ষক হয়ে দাঁড়িয়েছে।

ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ আজ রাষ্ট্রকে পুলিশ রাষ্ট্রে পরিণত করেছে। এখন সব কিছু নির্ধারণ করে পুলিশেরা। এখন আর আওয়ামী লীগ নাই এরা এখন পুলিশ লীগ। এই ভয়াবহ ও দখলদারী সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পুরো দেশকে আজ পরাধীন করে দিয়েছে। এই আওয়ামী লীগ সরকার কোনদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। তারা সব সময় এভাবেই ভয় দেখিয়ে প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা ধরে রেখেছে। আমরা আজ নিজ দেশে পরবাসী হয়েছি।

বিএনপির এই নেতা সরকারের কাছে প্রশ্ন তুলে ধরে বলেন, আজকে পুলিশ কাস্টরিতে কেনো যুবদল নেতা আকরামকে জীবন দিতে হলো? বিনা কারণে কেনো তাকে ধরে নিয়ে যাওয়া হলো?

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে সারা দেশে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। এ অবস্থায় একটা দেশ চলতে পারে না। আমরা চাই শান্তি, আমরা চাই একটি শান্তি সুষ্ঠু নির্বাচন। আমরা এমন একটি সরকার গঠন করতে চাই যারা দেশের মানুষের কথা শুনবে।

এ সময় জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
২৯ এপ্রিল ২০২৪ রাত ০৯:২৯:৩০







মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৫৩