নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে ‘টেক ব্যাক বাংলাদেশ’ করতে চায়। কিন্তু বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে। ‘গো ফরওয়ার্ড বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করছে আওয়ামী লীগ।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে শেখ জামাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, দেশের সবাইকে প্রধানমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন। পৃথিবীর যে কয়টি দেশ সফলভাবে করোনা মোকাবিলা করেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ তারমধ্যে অন্যতম।
সাবেক খাদ্যমন্ত্রী বলেন, আমরাও কষ্টে আছি। জিনিসপত্রের দাম বেশি। প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের মাধ্যমে আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারব।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে বলেই তোমরা মোবাইলে ক্লাস করতে পেরেছ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেওয়াকে নিড (প্রয়োজন) বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি লেখাপড়ায় মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available