নিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মানুষের মঙ্গলের জন্য এই যুদ্ধ বন্ধ করার দ্রুত উদ্যোগ নিতে হবে।
৪ মার্চ শনিবার বিকালে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠককালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
যুদ্ধ থেকে লাভবান দেশগুলোকে দুর্ভোগে পড়া দেশগুলোকে সহায়তা করা উচিত বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করে বলেন, জাতিসংঘ মহাসচিব যত দ্রুত সম্ভব চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে বিশেষ উদ্যোগ নিতে পারেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available