• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:২২:১৮ (29-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:২২:১৮ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

লাইফস্টাইল

মাঙ্কি পক্সে আক্রান্ত হলে যা করণীয়

৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪১:৪৬

মাঙ্কি পক্সে আক্রান্ত হলে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক: শীত প্রায় শেষের দিকে, ঘনিয়ে আসছে বসন্ত। বসন্ত এলেই বাড়ে মাঙ্কি পক্সের উপদ্রব। তাই আক্রান্ত হলে যা করবেন। আর বসন্ত আসার সঙ্গে বসন্ত রোগ বা মাঙ্কি পক্স হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। অবশ্য সাবধানতা অবলম্বন করলে অতি সহজেই তা সেরে যায়। পক্স হলো একটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ। এই রোগ লাল, তরল-ভরা ফোসকা ও ফ্লুর মতো উপসর্গ দ্বারা গঠিত চুলকানি ফুসকুড়ি দ্বারা চিহ্নিত করা হয়।

ফুসকুড়ি এবং অন্যান্য উপসর্গ উভয়ই সাধারণত ওভার-দ্য-কাউন্টার ওষুধ ও ঘরোয়া প্রতিকার দিয়ে কার্যকরভাবে চিকিৎসা করা যেতে পারে। যদিও একটি অ্যান্টিভাইরাল ওষুধ নির্ধারিত হতে পারে এই রোগের জন্য। বলা হয়, প্রত্যেকের জীবনেই এই রোগ একবার হলেও হয়।

অনেকে বলে পক্স হয়েছে এমন কারও সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা সংক্রমণের ঝুঁকি কমাতে পারে। আবার দেখা যায় এই রোগ হলে অনেকেই আমিষ খান না। তখন কেবলমাত্র নিরামিষ খেয়েই চালিয়ে নেওয়া হয়। তবে ডাক্তারদের মতে, এই জিনিসটি কুসংস্কার ছাড়া আর কিছুই না। তাই ডাক্তাররা এই রোগ হলে আমিষ খাওয়ার পরামর্শ দেন।

আসলে পক্স একটি খুবই ছোঁয়াচে রোগ। বাড়িতে কারোর পক্স হলে তাকে আলাদা ঘরে রাখাই ভালো। রোগীকে যতটা সম্ভব স্পর্শ করা বা চুম্বন করা এড়িয়ে চলুন। তার আশেপাশের জিনিস ছুঁলে পরে আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলতে ভুলবেন না। পক্স হলে সেইসাথে অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে, তাই সচেতন থাকুন এবং সাবধানে থাকুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তীব্র গরমে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক
২৯ এপ্রিল ২০২৪ সকাল ০৯:১২:৫৫




আজ ভয়াল ২৯ এপ্রিল!
২৯ এপ্রিল ২০২৪ সকাল ০৮:০০:৫৬