• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:০৩:১৫ (24-Jun-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:০৩:১৫ (24-Jun-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরায়েলি প্রযুক্তির নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত

১০ জুন ২০২৫ দুপুর ০১:৫৪:১২

ইসরায়েলি প্রযুক্তির নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর চলতি মাসের শেষের দিকে অবশেষে নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারতীয় বিমানবাহিনী। হাল তেজাসের নতুন এই যুদ্ধবিমানটি আরও এক বছর আগে বিমানবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা ছিল ভারত সরকারের। 

৯ জুন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে ও দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো মিগ-২১ ও জাগুয়ার যুদ্ধবিমানগুলোকে দেশীয় উৎপাদিত বিমান দিয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কারণ, বিদ্যমান ৩১ স্কোয়াড্রন যুদ্ধবিমানের বহরকে ৪২ স্কোয়াড্রনে পরিণত করতে চাইছে দেশটির বিমান বাহিনী। 

ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ৪০টি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমানবাহিনী। এখন তারা তেজাসের উন্নত এওয়ান (A1) ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছে। এই ভ্যারিয়েন্টটি পশ্চিমা মানের আরও কাছাকাছি হবে বলে দাবি করছে ভারত। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি প্রযুক্তি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, তেজাসের এই উন্নত সংস্করণে যুক্ত করা হয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) প্রযুক্তি, যেটি তৈরি করেছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এলটা। পুরোনো ইসরায়েলি রাডারের পরিবর্তে যোগ করা হয়েছে এই প্রযুক্তি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতকে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাও সরবরাহ করছে ইসরায়েলের এলটা। এছাড়া, ভারতীয় পাইলটরা এবার ব্যবহার করবেন এলবিটের তৈরি সর্বাধুনিক হেলমেট-মাউন্টেড সাইট। আর বিমানগুলোতে যুক্ত থাকবে রাফালের রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নিখোঁজ জেলে আল আমিনের মরদেহ উদ্ধার
২৪ জুন ২০২৫ বিকাল ০৩:৫৯:৪৬


যমুনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
২৪ জুন ২০২৫ বিকাল ০৩:০৭:০৯