• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:২৩:৫৪ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:২৩:৫৪ (13-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ২৬, আহত শতাধিক

২৭ মার্চ ২০২৩ সকাল ১১:৫৩:৩৮

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ২৬, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যে ভয়ংকর টর্নেডো আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে হওয়া ঝড়ে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মিসিসিপির গভর্নর টেট রিভস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরী সেবা দ্রুততর করা হয়েছে। অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

স্থানীয় এবং ফেডারেল কর্মকর্তারার জানান, নিহতদের মধ্যে ২৫ জনই মিসিসিপির। বাকি একজন আলাবামার। ওই ব্যক্তি টর্নেডোর আঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বলেন, মিসিসিপিজুড়ে টর্নেডো সতর্কতা জারি করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ