আন্তর্জাতিক ডেস্ক : গুজরাটে সুরাট জেলা আদালতের দেয়া দু’বছরের কারাদণ্ড কারণে ভারতের বিরোধীদল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। ২৪ মার্চ শুক্রবার দেশটির লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
এর আগে, ২৩ মার্চ বৃহস্পতিবার ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেয়া হয়। এরই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্য পদ বাতিল করা হলো।
দেশটির আইন অনুযায়ী, সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় রাহুল অন্তত আগামী ৬ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না।
এই পরিস্থিতিতে শুক্রবার বিজেপি সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলোকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। এদিন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available