আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজারও ছাড়িয়ে যেতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।
এরআগে তুরস্কের স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ভূমিকম্প সংগঠিত হয়। এরপর আরেক দফা ভুমিকম্প হয় সেখানে। ইতিহাসের এই শক্তিশালী এই ভুমিকম্পে ধংসস্তুপে পরিণত হয়েছে কয়েকটি শহর।
৭ দশমিক ৮ মাত্রার এই ভুমিকম্প অনুভুত হয়েছে ইসরায়েল, লেবানন, গাজা ও সাইপ্রাসেসহ আশেপাশের বেশক’টি দেশে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available