• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৪৮ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৪৮ (13-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৮

৩০ জানুয়ারী ২০২৩ দুপুর ০২:২০:০৯

জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় এক জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

২৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় গকেবেরহা শহরে এই ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরী গকেবেরহায় বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করার সময় অজ্ঞাত বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে। এতে আটজন নিহত এবং তিনজন এখনও হাসপাতালে তাদের জীবন বাঁচাতে লড়াই করছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার পর এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ