• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৯:৫১ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৯:৫১ (13-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

নেপালে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭২

১৫ জানুয়ারী ২০২৩ দুপুর ০১:৩০:৫২

নেপালে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭২

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের কাঠমান্ডু থেকে ছেড়ে যাওয়া একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। ইয়েতি এয়ারলাইন্সের এই প্লেনে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। সর্বশেষ খবর অনুযায়ী দুর্ঘটনায় সকলের মৃত্যু হয়েছে।

১৫ জানুয়ারি রোববার সকালে কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়।

এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। তারা জানিয়েছে, কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে উড়ে আসা ইয়েতি এয়ারলাইন্সের এটিআর ৭২ মডেলের একটি ফ্লাইট রোববার সকালে কাস্কি জেলার পোখরায় বিধ্বস্ত হয়।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, পুরোনো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইটটি বিধ্বস্ত হয় এবং এতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্যসহ ৭২ জন আরোহী ছিলেন।

দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় ৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১০ জন বিদেশি নাগরিকও রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ