আন্তর্জাতিক ডেস্ক : তীব্র যুদ্ধের পর এবার ইউক্রেনের দোনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সোলেডারের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এক মাস ধরেই এ শহরটির নিয়ন্ত্রণের জন্য লড়াই চলছিল। তবে গত চার দিনে রুশ বাহিনী ও তাদের সমর্থক ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধারা নতুন নতুন জায়গা দখল করেছে।
শহরটির অধিকাংশ এলাকাই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে বলে আশংকা করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ গোয়েন্দা ব্রিফিংয়ে বলা হচ্ছে, সোলেডার দখলের মধ্য দিয়ে রাশিয়া সম্ভবত উত্তর দিক থেকে বাখমুটকে ঘিরে ফেলা এবং ইউক্রেনীয় যোগাযোগের পথগুলো বিঘ্নিত করার চেষ্টা করছে।
এদিকে সম্প্রতি রুশ বাহিনী বেশ কয়েকটি লড়াইয়ে বিপাকে পড়ার পর সোলেডারের এ বিজয় হবে তাদের জন্য একটি ভালো খবর।
সূত্র: বিবিসি, রয়টার্স ও আলজাজিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available