চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক : চীনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২২ জন। ৮ জানুয়ারি রোববার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য জিয়াংশি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে সিসিটিভি জানায়, জিয়াংশি প্রদেশের নানচাং কাউন্টিতে রোববার সকালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাকেব ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available