• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৫:১৯ (29-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৫:১৯ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালে ফ্যাশন ও প্রযুক্তির মেলবন্ধন

১৯ জুলাই ২০২৩ দুপুর ০১:৪৬:২৯

টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালে ফ্যাশন ও প্রযুক্তির মেলবন্ধন

নিজস্ব প্রতিবেদক: ফ্যাশন ও প্রযুক্তিকে এক করল টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল। ১৭ জুলাই সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ ফেস্টিভ্যালের আয়োজন করে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।

অনুষ্ঠানে ফ্যাশন এবং অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এতে দেশের ফ্যাশনপ্রেমি, ইন্ডাস্ট্রির ব্যক্তি এবং ট্রেন্ড সেটারদের আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিলো প্রাণবন্ত।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এছাড়াও সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি, টেক রিভিউয়ার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি ছিলো চোখে পড়বার মতো। ভিন্নরকম এই সন্ধ্যার আয়োজনের উপস্থাপক হিসেবে ছিলো দ্য ঢাকা গাইস।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রানশান হোল্ডিংসের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী এবং আইস্মার্টইউ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক। তারা এই ব্র্যান্ড এবং অসাধারণ ক্যামন ২০ সিরিজ বিষয়ে নিজেদের ভাবনার বিষয়ে কথা বলেন। ব্যতিক্রমী ধারার এই স্মার্টফোনটিতে উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে আকর্ষণীয় ডিজাইনের দারুণ এক মেলবন্ধন ঘটেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইস্মার্টইউ বাংলাদেশের সিওও শ্যামল সাহা এবং টেকনোর মার্কেটিং ডিরেক্টর ভেন নিসহ অনেকে।

ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদের তত্ত্বাবধানে তাহসানের লাইভ মিউজিকের সাথে ভিন্নমাত্রার এক ফ্যাশন শো ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিলো। ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, তেনজিং চাকমা, ইমাম হাসান এবং সামিনা সারার ফ্যাশন চয়েজ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আলোড়ন তৈরি করে, যা তারা দারুণভাবে উপভোগ করেন।

ইভেন্টটি তারকাদের গ্ল্যামারপূর্ণ উপস্থিতি এবং বিভিন্ন পরিবেশনায় ভরপুর থাকলেও, অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো- নতুন ক্যামন ২০ সিরিজ । স্মার্টফোনটি অসাধারণ সব ফিচারে পরিপূর্ণ। যার মধ্যে রয়েছে- শক্তিশালী ৬৪ মেগাপিক্সেলের নাইট পোট্রের্ট ক্যামেরা, ৮ গিগাবাইট র‌্যামসহ ২৫৬ গিগাবাইট স্টোরেজ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরও অনেক ফিচার।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ