• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:১৭:১৬ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:১৭:১৬ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী মৌ

২৪ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৫৩:২২

বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী মৌ

বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ । বিয়ের খবর সামাজিক মাধ্যমে মৌসুমী মৌ নিজেই জানিয়েছেন। নতুন বছরের শুরু থেকেই সানাই বাজছে বিনোদন অঙ্গনে। এবার তালিকায় নাম উঠল মৌসুমী মৌয়ের।

তার বরের নাম আরিফ হক। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে মৌসুমীর বিয়ে। অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বুয়েটে পড়ালেখা করেছেন আরিফ। তার বেড়ে ওঠা খুলনায়। বর্তমানে একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিয়ের খবর দিয়ে সংবাদমাধ্যমকে মৌসুমী জানান, আমি সাত দিন ভেবেচিন্তে বিয়েতে মত দিই। বিয়ের দিন আমি বেলা ৩টায় ইভেন্ট করতে চলে গেছি। রাত পৌনে একটায় বাসায় ফিরেছি। আরিফ নিজে নিয়ে গিয়েছিল ইভেন্টে। গায়েহলুদের দিন আমি রাত ১২টায় এসেছি ইভেন্ট শেষ করে। আমার কাছের তিন সহকর্মী ও বন্ধু অপেক্ষা করছিল আমার জন্য। আসলে খুব অল্প সময়ে সব হয়েছে।

তিনি আরও বলেন, আমাকে আরিফ পছন্দ করে, এটা আমি অনেক পরে শুনেছি আমার কাজিনের কাছ থেকে। আমার কাজিন আরিফদের এক ব্যাচ সিনিয়র, যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেন কুয়েটে। আরিফ বুয়েটে পড়তেন, তবে তার উচ্চমাধ্যমিক পর্যন্ত খুলনায়ই কাটে। ফলে কুয়েটের অনেক সিনিয়র ভাইয়া-আপুদের সঙ্গেই আরিফের পরিচয় ছিল।

বর আরিফ তাকে আগে থেকেই পছন্দ করতেন এমন খবর দিয়ে অভিনেত্রী মৌ বলেন, আরিফ আমাকে পছন্দ করতেন। পরে সে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আমি তার কাছ থেকে ১০ দিনের সময় চেয়ে নেই বিয়ে নিয়ে ভাবার জন্য। এরপর একটা পর্যায়ে মনে হয়, তাকে বিয়ে করা যায়।’

প্রসঙ্গত, প্রায় এক দশক ধরে বিনোদন অঙ্গনে আছেন মৌসুমী মৌ। অভিনয় ও উপস্থাপনায় সাবলীল তিনি। এরই মধ্যে ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন। অভিনয় করেছেন ওয়েব ফিল্মেও। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মিরপুরে পৃথক অভিযানে গ্রেফতার ৮
৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫১:০৪


কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু
৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩২:৩১