• ঢাকা
  • |
  • শনিবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৩০:৫৬ (04-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৩০:৫৬ (04-May-2024)
  • - ৩৩° সে:

শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে

২১ এপ্রিল ২০২৪ দুপুর ০১:০১:৪৩

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া ২৫ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা বাড়িয়েছে শিক্ষা বোর্ডগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই পরীক্ষার্থীরা ফরম পূরণ করা যাবে।

২১ এপ্রিল রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিলম্ব ফি ছাড়া সোনালি সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ৬ মে।

আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ৭ থেকে ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনালি সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সর্বশেষ তারিখ ১৩ মে।

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে গত ১৬ এপ্রিল থেকে জরিমানা ছাড়া ফরম পূরণ শুরু হয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছিল। বিলম্ব ফিসহ আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত।  

বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফরম পূরণ ফি নেওয়া হবে।

এদিকে, আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ