• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৩১:৩৮ (07-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৩১:৩৮ (07-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

২৫ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:০৮:৪৩

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩০টি প্রাথমিক বিদ্যালয়। প্রাতিষ্ঠানিক কাজ চলে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে। শুধু প্রধান শিক্ষক সংকটই নয়, ২৬টি বিদ্যালয় ভুগছে সহকারী শিক্ষক সংকটেও। এ অবস্থায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের পাঠদানসহ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দেন প্রধান শিক্ষক। কিন্তু বছরের পর বছর প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদটি শূন্য রেখেই চলছে খোকসা উপজেলায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত হিসেবে সহকারী শিক্ষক দিয়েই করানো হচ্ছে প্রধান শিক্ষকের কাজ।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ৮৭টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ৩০টি, সহকারী শিক্ষকের ২৬টি পদ শূন্য।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জনবল সংকটে ব্যহত হচ্ছে পাঠদান। ফলে দিনে দিনে কমছে লেখা পড়ার মান। শূন্যপদের বিপরীতে কাজ করতে হচ্ছে অন্যদের। এজন্য নিতে হচ্ছে বাড়তি চাপ।

তবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শূন্যস্থানে শিক্ষকের পদ পূরণে শিগগিরই সরকারের দায়িত্বশীল বিভাগগুলো কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এদিকে, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সাহা সমস্যার কথা স্বীকার করে গতানুগতিক সমাধানের আশ্বাস দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ