• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ১১:২০:৫৩ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ১১:২০:৫৩ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল আটক

২৯ জুলাই ২০২৫ সকাল ১০:০৭:২৮

লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে। এই অভিযানে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

২৮ জুলাই সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজিবি গত এক সপ্তাহে এসব অবৈধ মাদকদ্রব্য আটক করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাতের আঁধারে পরিচালিত এসব অভিযানে বিজিবি টহল দল সন্দেহভাজন মাদক কারবারীদের পিছু ধাওয়া করলে তারা অন্ধকার এবং প্রতিকূলতার সুযোগ নিয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে, ফেলে যাওয়া এসব বস্তা ও প্যাকেট তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি-এর অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ৩০ কেজি গাঁজা এবং ১৪৯ বোতল ফেনসিডিল। এই অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে।

লালমনিরহাট ১৫ বিজিবি-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর। সীমান্তে মাদকের অনুপ্রবেশ বন্ধ করতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একুশে পদকের মনোনয়ন প্রস্তাব আহ্বান
২৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৩০