• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:৪২:৫৩ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:৪২:৫৩ (18-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাড়ির যন্ত্রাংশসহ তিন চোর গ্রেফতার

৫ মে ২০২৪ সকাল ০৯:৩৬:০৮

গাড়ির যন্ত্রাংশসহ তিন চোর গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ব্যাটারি চালিত ইজিবাইক (মিশুক) গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে তিন গাড়ি চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোরাই গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

৪ মে শনিবার গ্রেফতার তিন অপরাধীকে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের মৃত মাফিজ উল্ল্যাহর পুত্র আক্তার হোসেন(৪০), দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত. আব্দুল আলীর পুত্র জমিল হক ওরফে কালাই মিয়া (৫৫) ও দিরাই পৌরসভাধীন হারানপুর গ্রামের মৃত জাফর আলীর পুত্র লেছু মিয়া(৩৫)।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, জগন্নাথপুর পৌরসভাধীন জগন্নাথপুরের সুফেল আহমদের মালিকানাধীন গ্যারেজ থেকে গত ২৮ এপ্রিল রোববার প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালানোর জন্য মিশুক গাড়িটি নিয়ে যায় চালক আক্তার হোসেন। কিন্তু গভীর রাত পর্যন্ত অপেক্ষা করার পরও গাড়িটি গ্যারেজে নিয়ে না আসায় চালকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন মালিক সুফেল আহমদ।

মিশুক গাড়িটির সন্ধান না পেয়ে সুফেল আহমদ বাদী হয়ে চালক আক্তার হোসেনকে প্রধান করে অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিত ৩ মে শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর শামছুল আরেফীনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে জগন্নাথপুর পৌর এলাকা থেকে গাড়ি চোর চক্রের মূল হোতা আক্তার হোসেনকে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্য মোতাবেক দিরাই উপজেলার সাদিরপুর টানাখালী গ্রামে অভিযান চালিয়ে তার সহযোগী জমিল হক (কালাই মিয়া) ও দিরাই পৌর-শহরের কলেজ রোড এলাকা থেকে অপর সহযোগী লেছু মিয়াকে গ্রেফতার করা হয়।

এ সময় চুরি করে আনা মিশুক গাড়ির জ্যাম্পার, তিনটি চাকা, মোটর কন্ট্রোলার, গাড়ির স্টিয়ারিং ও ডিফারেন্সিয়াল ড্রামসহ বিভিন্ন যন্ত্রাংশ আসামি লেছু মিয়ার ভাঙ্গারীর দোকান থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতার ও মালামাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টার শামছুল আরেফীন জানান, জগন্নাথপুর থানার মামলার প্রেক্ষিতে সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে আসামিদের ৪ মে শনিবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ