রেকর্ড গড়ে সপ্তম বিশ্বকাপ জিতল ব্রাজিল!
স্পোর্টস ডেস্ক: ফুটবলে সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। তবে, মূল সংস্করণে ভালো করতে না পারলেও আলো ছড়িয়েছে বিচ ফুটবলে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ সকার বিশ্বকাপ-২০২৫ এর শিরোপা জিতেছে সেলেসাওরা। ফাইনালে ১১ মে রোববার বেলারুশকে হারিয়ে সপ্তমবারের মতো বিচ সকারের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে ব্রাজিল জিতেছে ৪-৩ গোলে। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিচ সকারেও সবার ওপরে দলটি। কেবল তাদেরই আছে সাতটি শিরোপা।সেশেলসের সমুদ্র সৈকতে ব্রাজিলের ফুটবলাররা ফুটিয়েছেন সৌন্দর্যের ফুল। থমথমে সময়ে এই বিশ্বকাপ ভক্তদের এনে দিয়েছে স্বস্তি। মূল ফুটবল মাঠে ব্যর্থ হলেও ফুটসাল কিংবা বালির মাঠে ব্রাজিল আছে দারুণ ছন্দে। ফুটবলের আরেক সংস্করণ ফুটসালেরও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে ব্রাজিল জাতীয় ফুটবল দলও। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। নেইমার-রাফিনহাদের জন্য নতুন কোচ আনতে চলেছে ব্রাজিল। যে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি।