• ঢাকা
  • |
  • শনিবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ১২:০০:৩০ (04-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ১২:০০:৩০ (04-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

সিসিকের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে শাবিপ্রবি

২২ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯

সিসিকের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে শাবিপ্রবি

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২২ এপ্রিল সোমবার সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে একটি চেকের মাধ্যমে কর পরিশোধ করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সিসিক কর শাখা সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের আওতাধীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ১১৫৯ থেকে ১২০৪ নং হোল্ডিংগুলোর অনুকূলে ২০২৩-২৪ অর্থবছর ট্যাক্স বাবদ ২ কোটি ৬৪ হাজার টাকা পাওনা আছে। এর মধ্যে ৮১ লক্ষ ২ হাজার ৫১২ টাকা সিলেট সিটি করপোরেশনে এসে পরিশোধ করেন উপাচার্য। অবশিষ্ট ১ কোটি ৮২ লক্ষ ৯৭ হাজার ৪০০ টাকা পর্যায়ক্রমে পরিশোধ করবে শবিপ্রবি কর্তৃপক্ষ।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়ে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশসেরা অন্যতম বিদ্যাপীঠ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে গেছেন। নগরবাসী নিয়মিত কর পরিশোধ করলে সিলেট সিটি দেশের মধ্যে মডেল হয়ে উঠবে। গ্রিন, ক্লিন, স্মার্ট সিলেট নির্মাণে সবার সহযোগিতা প্রয়োজন।

এসময় নিয়মিত কর পরিশোধের জন্য সিলেট নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী ও প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ