• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪২:২৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪২:২৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শান্ত নারায়ণগঞ্জে কেউ অশান্তি সৃষ্টি করবেন না: শামীম ওসমান

৩০ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩:৪৪

শান্ত নারায়ণগঞ্জে কেউ অশান্তি সৃষ্টি করবেন না: শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: শান্ত নারায়ণগঞ্জে কেউ অশান্তি সৃষ্টি করবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, এই ১৪ বছর নারায়ণগঞ্জ অনেক শান্ত ছিল। কেউ এখানে অশান্তি সৃষ্টি করবেন না।

৩০ জুলাই রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক-সুধীজন সমাবেশে শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি দেশ, যে দেশ ৩০ লক্ষ মানুষের রক্ত দিয়ে কেনা। এ দেশ তোমার আমার দু’জনের মা। এটা আমার মাতৃভূমি। এটা আমার ভবিষ্যৎ। এই মাতৃভূমি স্বাধীন করার জন্য ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। এই মাতৃভূমিকে আবার ক্ষতবিক্ষত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার কাছে আমরা কি জবাব দেব?

শামীম ওসমান বলেন, আজকে লজ্জা লাগছে, যে দেশ পৃথিবীর সবচেয়ে বেশি রক্ত দিয়ে স্বাধীন হয়েছে; সেই দেশকে বলা হচ্ছে জাতিসংঘের অধীনে নির্বাচন করার জন্য। এতে আমাদের মত কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি খুশি হচ্ছে। যদিও এটা জীবনে কখনও হবে না, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ সংসদ সদস্য আরও বলেন, সামনে তোমাদেরকেই সবকিছু করতে হবে। এই পৃথিবীতে কেউ কোন কিছু করে দিবে না। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। সামনের দরজাটা খুব শক্ত, ওই দরজাটাকে লাথি মেরে তোমাদেরই ভাঙতে হবে। তোমাকে কিন্তু কেউ জায়গা করে দিবে না। এর জন্য তোমাদের দু’টি জিনিস দরকার। একটা হচ্ছে মেধাগত শক্তি এবং মানুষের দোয়া। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টুঙ্গিপাড়াসহ শেখ পরিবারের জমি জব্দের আদেশ
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:১০



ভোলায় ৫ দফা দাবিতে মানববন্ধন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৫:৪২