• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৫:০৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৫:০৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অন্ধ হয়ে গেছে খোকসা পৌরবাজারের সিসিটিভি

৪ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৮:৩০

অন্ধ হয়ে গেছে খোকসা পৌরবাজারের সিসিটিভি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: তদারকি ও সংস্কারের অভাবে ৪ বছরে নষ্ট হয়ে গেছে কুষ্টিয়ার খোকসা পৌরবাজারে লাগানো ১২টি সিসিটিভি। এতে বাড়ছে অপরাধ প্রবণতা। বাজার সিসি ক্যামেরার আওতায় থাকলে হ্রাস পাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা, শৃঙ্খলা ফিরবে জনজীবনে। নিরাপদ হয়ে উঠবে মানুষের চলাচল।

২০১৯ সালে শহরের নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১২টি সিসিটিভি লাগায় খোকসা পৌরসভা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে এর সবগুলোই। সিসিটিভি নষ্ট থাকায় বেড়েছে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড। অনাকাঙ্খিত দুর্ঘটনা ও অপরাধ এড়াতে সংস্কার এবং নতুন এলাকাও সিসিটিভির আওতায় আনার দাবি পৌরবাসীর।

পৌর বাজার গার্মেন্টস মালিক সমিতির সভাপতি সাবুব আলম চঞ্চল জানান, বাজারে সিসিটিভি না থাকায় অনেক অপরাধেই পার পেয়ে যাচ্ছে। যদি বাজার সিসিটিভির আওতায় থাকতো তবে আমরা সবাই নিরাপদে ব্যবসা করতে পারতাম।

খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালমা খাতুন বলেন, সিসি ক্যামেরা শুধু চুরি, ডাকাতি, ছিনতাই আর সহিংসতা নয়, স্কুল-কলেজগামী ছাত্রী ও বাজারে আসা নারীদেরও নিরাপত্তা বাড়াবে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা হাবিবুল্লাহ বলেন, অপরাধ দমন ও অল্প সময়ে অপরাধীর শনাক্তে সিসিটিভি সবসময় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

পৌর মেয়র মো. তারিকুল ইসলাম বলেন, শিগগিরই সবগুলো নষ্ট সিসিটিভি সচল করা হবে এবং প্রয়োজনে নতুন সিসিটিভিও লাগানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০