• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৭:৪৩ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৭:৪৩ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২ অক্টোবর ২০২৩ সকাল ০৮:১৯:১৮

নোয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পঞ্চম বারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চতুর্থ বারের মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা দলের মধ্যে জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

১ অক্টোবর রোববার বিকেলে নোয়াখালী শহীদ ভুল স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।  এ সময় উপস্থতি ছলিনে বেগমগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ইয়াছির আরাফাত,  উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর ওহিদ উদ্দিন, জেলাক্রীড়া অফিসার আলা উদ্দিন, ওসি মীর জাহেদুল হক রনি প্রমুখ।

উদ্বোধনী খেলায় প্রথম রাউন্ডের বালক দলের খেলা হয় বেগমগঞ্জ উপজেলা দল বনাম চাটখিল উপজেলা দলের মধ্যে। এক ঘণ্টার খেলায় বেগমগঞ্জ উপজেলা দল ২-০ গোলে চাটখিল উপজেলা দলকে পরাজিত করে।

পরে বালিকা দলের মধ্যে নির্দিষ্ট ৪০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ট্রাইবেকারে চাটখিল বালিকা দল ২-১ গোলে বেগমগঞ্জ উপজেলা বালিকা দলকে পরাজিত করে।

প্রতিযোগিতায় নোয়াখালীর নয়টি উপজেলা ও একটি পৌরসভা থেকে বালক ও বালিকা দলের মোট ২০টি দল অংশগ্রহণ করছে এবং সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে আগামী ১০ অক্টোবর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ