• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৬:৪২ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৬:৪২ (14-May-2024)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

ভৈরবে যাত্রীবাহী বাস খাদে: আহত ১০

৩০ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩৭:৪৮

ভৈরবে যাত্রীবাহী বাস খাদে: আহত ১০

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টার সময় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।

যাত্রীরা বলেন, তাড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ঈসাখাঁ এক্সপ্রেস বাসটি আকবর নগর এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তার দুর্ঘটনা কবলিত বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার রাজন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে খাদে পড়া বাসটিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করি। আটকে পড়া যাত্রীদের মধ্যে কেউ বড় ধরণের কোন হতাহতের শিকার হয়নি। দুর্ঘটনার কারন এখনো জানা যায়নি।

ভৈরব হাইওয়ে থানা সুত্র জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্দার করে থানা নিয়ে আসা হয়েছে। বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাস চালক ও হেলপার পালাতক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সৌদি পৌঁছেছেন ১৫৫১৫ হজযাত্রী
১৪ মে ২০২৪ সকাল ১১:১৮:৩২