• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৪:২৯ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৪:২৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাইবান্ধায় মাথার খুলি ও যাদুর বইসহ প্রতারক গ্রেফতার

৩০ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩০:২৩

গাইবান্ধায় মাথার খুলি ও যাদুর বইসহ প্রতারক গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় প্রতারণার কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি, হাড়, ওয়াকিটকি, ব্যাংকের চেকবই ও যাদুর বইসহ  জয়নুল আবেদীন ওরফে জয় (৪৩) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতার জয়নুল আবেদীন জয় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলাপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর পুত্র।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীনের বাড়িতে সাঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বসতবাড়ি তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যাংকের ৫৫টি চেক বই, ১০টি সিসি ক্যামেরা, ১টি ভিডিও রেকর্ডার, ১টি কম্পিউটার মনিটর, মাথার খুলি ও হাড়, চার্জার সেটসহ ৪টি ওয়াকিটকি, ১টি যাদুবিদ্যার বই জব্দ করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে প্রতারণার কাজে এসব উপকরণ ব্যবহার করে আসছিলেন বলে স্বীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল-মামুন, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ