• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩৩:২৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩৩:২৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টানা বৃষ্টিতে পার্বতীপুরে বন্যা, শ্রমজীবী মানুষের মানবতার জীবনযাপন

২৫ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৩৮:৪২

টানা বৃষ্টিতে পার্বতীপুরে বন্যা, শ্রমজীবী মানুষের মানবতার জীবনযাপন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: টানা বৃষ্টিতে দিনাজপুরের পার্বতীপুরে দেখা দিয়েছে বন্যা। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এ অঞ্চলে। পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। মানবতার জীবনযাপন করছে শ্রমজীবী মানুষেরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৩টা থেকে রোববার বিকাল ৩টা পর্যন্ত ১২ ঘন্টায় সর্বোচ্চ ২৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে শহরতলীর তিলাই নদীর দু’কূল ছাপিয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে প্রায় ২৬০ হেক্টর আমনখেত। ভেসে গেছে সাড়ে ৫ শতাধিক ছোট বড় পুকুরের মাছ।

চন্ডিপুর ইউনিয়নের শাখা ছোট যমুনা নদীর উপর সদ্য নির্মিত কাঠের ব্রিজটিও ভেঙ্গে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার হরিরামপুর ইউনিয়ন। উপজেলার ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারেনি কোন শিক্ষার্থী। অলস সময় কাটিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। অসংখ্য প্রতিষ্ঠানে বাতিল করা হয় অভ্যন্তরীণ পরীক্ষা।

শহরের রাস্তাগুলোতে বৃষ্টির পানি উঠলেও ড্রেনেজ ব্যবস্থা ভাল থাকায় দ্রুত সময়ের মধ্যে পানি নেমে যাচ্ছে।

এদিকে হঠাৎ বন্যার কবলে পড়ায় পার্বতীপুরের শ্রমজীবী মানুষরা হয়ে পড়েছেন বেকার। ফলে মানবতার জীবনযাপন করছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ইসমাঈল বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণসহ জনপ্রতিনিধিরা। আশা করি, অল্প সময়ের মধ্যে এই দুর্যোগময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারবো আমরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ