• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৪:২৮ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৪:২৮ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাইবান্ধার মে‌য়ে নুসরাত সহকারী জজ নিয়োগে মেধাতা‌লিকায় প্রথম

২৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৪০:০৮

গাইবান্ধার মে‌য়ে নুসরাত সহকারী জজ নিয়োগে মেধাতা‌লিকায় প্রথম

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: সহকারী জজ পদে ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তান নুসরাত জেরিন জেনি।

জেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ছাত্রী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর নুর এর বড় মেয়ে।

২৪ সেপ্টেম্বর রোববার বিকেলে ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা। প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধাতালিকায় থাকা ৯৯তম, ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম ও ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে  বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের হাতে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা এ শিক্ষকের।

বিচারবঞ্চিত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে সব সময় প্রকৃত দোষীদের বিরুদ্ধে তাঁর অবস্থান থাকবে উল্লেখ করে নুসরাত জে‌রিন জে‌নি বলেন, যেহেতু বিচারকের লাইনে এলাম, তাই সব সময় ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করব।

নুসরাত জে‌রিন জে‌নির  জন‌্য দেশবাসীর কা‌ছে দোওয়া প্রার্থনা ক‌রে‌ছেন জে‌নির মা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শি‌ক্ষিকা শিরীন তাজ ও বাবা গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবা‌ড়ি ইউ‌নিয়‌নের কৃতি সন্তান বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর নুর। তারা ব‌লেন, আমাদের প্রত্যাশা, আমাদের মেয়ে সব চাপের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩