• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:২৯:২২ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:২৯:২২ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগের আন্তঃফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৪৬:০৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগের আন্তঃফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে ও শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ঘটাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আন্তঃফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর রোববার বিকাল ৪টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ভবন-২ এর মাঠে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, টুর্নামেন্টে ম্যানেজমেন্ট বিভাগের সকল ব্যাচ থেকে মোট ৪টি দল অংশগ্রহণ করে।

ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান নুসরাত জাহান বলেন, রবীদ্ৰ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ম্যানেজমেন্ট বিভাগ শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মনস্তাত্তিক বিকাশে সহায়তা করে। ফুটবল টুর্নামেন্টটি সকল ব্যাচের শিক্ষার্থীদের আন্তঃব্যক্তিক যোগাযোগ স্থাপনে সহায়তা করেছে, যা একটি সুন্দর শিক্ষার পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি, এরকম শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার জানান, খেলাধূলা শিক্ষারই অবিচ্ছেদ্য একটি অংশ। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে এবং শিক্ষার্থীদের সুস্থ মেধা বিকাশে সাহায্য করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এই টুর্নামেন্ট সকল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করতে সাহায্য করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩