• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৮:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৮:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড় সীমান্তে আরও ২ কেজি স্বর্ণ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭:২৪

পঞ্চগড় সীমান্তে আরও ২ কেজি স্বর্ণ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় আরও ২টি স্বর্ণের বার উদ্ধার করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৩ নম্বর সাব পিলার এলাকায়  বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে সাধুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণের বার ২ টি জব্দ করে বিজিবি। উদ্ধার হওয়া বার ২ টির ওজন ২ কেজি ১২৬ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এ নিয়ে উদ্ধার হওয়া বারের সংখ্যা দাঁড়ালো ২২ টিতে।

এর আগে, ১৭ সেপ্টেম্বর একই বিওপির আওতাধীন প্রধানপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় ভারতে পাচারের সময় ২০টি সোনার বারসহ জুয়েল (৩২) নামে এক চোরাকারবারীকে আটক করে বিজিবি। পরে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলাও দায়ের করা হয়। উদ্ধার হওয়া  স্বর্ণগুলোর বাজার মূল্য  ছিলো ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা।

বুধবার দুপুরে ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম।

এ সময় তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তে কোন কিছু পাচার হচ্ছে এমন সন্দেহে এক ব্যক্তিকে ধাওয়া করে বিজিবির টহলদল। ধাওয়া খেয়ে সন্দেহজনক ব্যক্তি ভারতের দিকে সীমান্তের শূণ্য রেখা অতিক্রম করে পালিয়ে যায়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে দেয়। বিজিবির টহলদল ঐ ব্যাগ তুলে তল্লাশি করলে এই সোনার বার দুইটি পাওয়া যায়।

তিনি আরও বলেন, ইতোপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও সোনা পাচার চেষ্টার ঘটনাটি নতুন, এটি একটি বড় চালান ছিলো। বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪