• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩০:১৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩০:১৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জনগণের দোরগোড়ায় সকল সরকারি সেবা পৌঁছে দেয়া হবে: এমপি শিমুল

১৮ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৬:০৭

জনগণের দোরগোড়ায় সকল সরকারি সেবা পৌঁছে দেয়া হবে: এমপি শিমুল

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবসে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর রোববার বিকেল ৩টায় নলডাঙ্গা উপজেলা থেকে র‌্যালি বের হয়ে উপজেলা ডাকবাংলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা ডাকবাংলা ভবন মাঠে আলোচনার সভায় আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

তিনি বলেন, এই প্রথম জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হলো, যার মাধ্যমে প্রতিটা ইউনিয়নে জনসাধারণের সকল ডিজিটাল সেবা দেয়া হয়। যা আরও বেগবান হবে। জনগণের দোরগোড়ায় সকল সরকারি সেবা পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিটা ইউনিয়নে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হলে সেই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা, আমি আলহাজ্ব শফিকুল ইসলামের প্রতীক নৌকা, তাই সামনে জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিবেন।

সভা শেষে শফিকুল ইসলাম শিমুল এমপি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপজেলার ২৩ জন দরিদ্র পরিবারকে ৫০ হাজর টাকার চেক প্রধান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক, নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা আকবর, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাবেক জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল, শাহজাহান দেওয়ান, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫