• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:১৫:৩১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:১৫:৩১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডেঙ্গুতে বরিশালে মৃত ৩: আক্রান্ত ৪৫৮

১৭ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৯:২৬

ডেঙ্গুতে বরিশালে মৃত ৩: আক্রান্ত ৪৫৮

ফিরোজ মোস্তফা, বরিশাল ব্যুরো: ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ নারীসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে মৃত্যের সংখ্যা দাড়ালো ৭৫ জনে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের বানারীপাড়া উপজেলার পিয়ারা বেগম (৭০) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া পিরোজপুরের নাজিরপুরের কলারদোয়ানিয়া এলাকার মমতাজ বেগম (৬০), নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা এলাকার তারেকুল ইসলাম (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪৫৮ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৬৮ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ৬১ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২ হাসপাতালে বর্তমানে ৩৫৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৮৪ জন, পটুয়াখালীতে ৪৫ জন, ভোলায় ৪৯ জন, পিরোজপুরে ৬৪ জন, বরগুনায় ৭৫ জন ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৯ হাজার ৬৩৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৩৩৪ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৭৫ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, বরগুনার হাসপাতালে ৫ জন, পটুয়াখালীতে ২ জন, পিরোজপুরে  ৭ জন ও ভোলায় হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোধে সচেতনতা জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

তিনি আরও বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০








কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩