• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৩৮:২৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৩৮:২৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুলাদিতে পুলিশকে লক্ষ্য করে গু‌লি: গ্রেফতার ৭

১৭ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৪:৪৮

মুলাদিতে পুলিশকে লক্ষ্য করে গু‌লি: গ্রেফতার ৭

ফিরোজ মোস্তফা, বরিশাল ব্যুরো: বরিশাল জেলার মুলাদীতে অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে মুলাদী থানা পুলিশ।

গ্রেফতারদের কাছ থেকে ২টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ, ৩টি গুলির খোসা, ৩টি স্প্রিংযুক্ত এস.এস. স্টিলের চিকন রড, ৩টি লোহার তৈরি রামদা এবং ৪টি ক্রিচ জব্দ করা হয়। ১৬ সেপ্টেম্বর শনিবার হিজলা থানার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে এ অভিযান চালায় পুলিশ।

গ্রেফতাররা হলেন, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্ৰামের আবুল কালাম সরদারের ২ ছেলে মো. কামাল সরদার (৪০) ও মো. জামাল সরদার (৩৫)। একই এলাকার মুজাহার সরদারের ছেলে মো. মানিক সরদার (৪২) ও ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্ৰামের মো. আলম মীর (৫০), মো. মাসুম সরদার (২৬), মো. জুয়েল বেপারী (৩৫) এবং মো. মেহেদী হাসান মাঝি (২২)। ১৭ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমকে জানান পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম (বিপিএম)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলার কানাবগীর চরে অভিযান চালায় মুলাদী থানা পুলিশ। এ সময় জনৈক রাজীব চৌধুরীর চরপাহারা ঘরের কাছাকাছি পৌঁছালে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় মোট ৭ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, গ্রেফতাররা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির জন্য জড়ো হয়েছিলো। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ