• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৩:৩১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৩:৩১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাওরে ইকোনমিক জোন ও মৎস্য গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি রতন

১৬ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬:৩৯

হাওরে ইকোনমিক জোন ও মৎস্য গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি রতন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: ধর্মপাশা এবং জামালগঞ্জের মধ্যে সেতুবন্ধনের জন্য ইতোমধ্যে সাড়ে ৫০০ কোটি টাকার টেন্ডার করতে পেরেছি। সাড়ে ১৪ কিলোমিটার উড়াল সড়কের নির্মাণের মাধ্যমে ধর্মপাশা-সুনামগঞ্জের সংযোগ দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা ধর্মপাশা থেকে রেললাইনে সুনামগঞ্জ যাওয়ার স্বপ্ন দেখছি। আশা করি আগামীতে জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পুরণ করবেন। হাওরের ফসলরক্ষায় বেড়িবাঁধ নির্মাণ, কজওয়ে নির্মাণসহ বিভিন্ন প্রকল্প চালু আছে। ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় সুনামগেঞ্জর ধর্মপাশা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচারণায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ- ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনে মাত্র সাড়ে ১১ কিলোমিটার সড়ক থেকে এখন প্রায় ৮০০ কিলোমিটার সড়ক পাকা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আমাকে তিন বার মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদের হাতে নৌকা তুলে দিয়েছি। আপনারা নৌকাকে সমর্থ দিয়েছেন। পাগলের মতো ভালবেসে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। আমাদের মৎস্য গবেষণা ইন্সটিটিউটসহ অন্যান্য কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাত্বতা পোষণ করেছেন। আগামীতে যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে পারি অবশ্যই এ স্বপ্ন অবশ্যই পুরন হবে ইনশাআল্লাহ।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (বীর মুক্তিযোদ্ধা) আবুল হোসেন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসান আলী, জয়শ্রী ইউপি  চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ধর্মপাশা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সুনামগঞ্জ জেলা মহিলা লীগের ধর্মবিষয়ক সম্পাদক মারজানা ইসলাম সিদনা, তাহিরপুর যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ