• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৭:৩০ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৭:৩০ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সকলের সঙ্গে এক হ‌য়ে পুলিশকে কাজ কর‌তে হ‌বে: পু‌লিশ সুপার গাইবান্ধা

১৬ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৭:০২

সকলের সঙ্গে এক হ‌য়ে পুলিশকে কাজ কর‌তে হ‌বে: পু‌লিশ সুপার গাইবান্ধা

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: সমা‌জে বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এলাকার মানুষের সঙ্গে এক হ‌য়ে পুলিশকে কাজ কর‌তে হ‌বে। সেই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানা‌তে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা জেলা পু‌লিশ সুপার মোহাম্মদ কামাল হো‌সেন।

১৬ সেপ্টেম্বর শনিবার পলাশবা‌ড়ী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তিনি এসব কথা ব‌লেন।

পলাশবা‌ড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হো‌সে‌নের সভাপতিত্বে এসময় আ‌রও বক্ত‌ব‌্য রা‌খেন, অতিরিক্ত পু‌লিশ সুপার মো. ইব‌নে মিজান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার, পলাশবা‌ড়ী পৌর‌ মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি আবু বক্কর প্রধান, পলাশবা‌ড়ী উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি উপাধ‌্যক্ষ শা‌মিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম‌্যান তৌ‌হিদুল ইসলাম মন্ডল, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রহমান, পলাশবা‌ড়ী কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের পেশ ঈমাম মোস্তা‌ফিজুর রহমান রাজা, গণমাধ‌্যমকর্মী সিরাজুল ইসলাম রতন, আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন পলাশবা‌ড়ীর থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী।

এ সময় বি‌ভিন্ন ইউনিয়ন থে‌কে আগত সাধারণ মানু‌ষের বি‌ভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি মোহাম্মদ কামাল হো‌সেন। পাশাপাশি তি‌নি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ