• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৯:১৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৯:১৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আন্তর্জাতিক মানের পড়াশোনা হবে মাদারীপুরের শিবচরে

১০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:২৯:১২

আন্তর্জাতিক মানের পড়াশোনা হবে মাদারীপুরের শিবচরে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজিতে আন্তর্জাতিক মানের পড়াশোনা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি।

৯ সেপ্টেম্বর শনিবার সকালে মাদারীপুর জেলার শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ কাজের উদ্বোধন ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধান অতিথি বলেন, আমরা ভাগ্যবান, আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার  সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা মানুষের জন্য উন্নয়ন করতে পেরেছি। আমরা মানুষের ভবিষ্যতের জন্য কাজ করতে পেরেছি। আমাদের ভবিষ্যত প্রজন্ম, যারা এখানে পড়ার সুযোগ পাবে তারা আন্তর্জাতিক মানের পড়াশোনা করার সুযোগ পাবে।

অনুষ্ঠানের সভাপতি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাদারীপুরের শিবচর থেকে ভবিষ্যত বিজ্ঞানী, প্রযুক্তিবিদ তৈরি হবে। ভবিষ্যত সারা বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবার মতো মেধাবী ছেলেমেয়েরা তৈরি হবে এখান থেকে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এই ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করবে, তাদের মধ্য থেকে ভবিষ্যতে হয়তো বিমান তৈরি করার মতো প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি এই শিবচরের মাটি থেকে তৈরি হবে। বিমান তৈরির মতো গবেষক, ইঞ্জিনিয়ার এখান থেকে তৈরি হবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এনডিসি, জি.এস.এম. জাফরউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ