• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২২:০৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২২:০৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৪৫:১৮

গাংনীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে বাদশা মিয়া (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার মন্দা মাঝের গ্রামের এ ঘটনা ঘটে।

বাদশা মেহেরপুর গাংনী উপজেলার মন্দা মাঝের গ্রামের রিফিউজি পাড়ার বজলুল হকের ছেলে।

বাদশার চাচা বিল্লাল হোসেন জানান, গত ২ বছর আগে বাদশা সৌদি আরব থেকে দেশে ফিরেছে। বছর খানেক আগে পরিচয় হয় চেংড়া গ্রামের নঈমদ্দিনের ছেলে নুরুল ইসলাম সঙ্গে। সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা বলে, ৯ লাখ টাকা হাতিয়ে নেয় নুরুল ইসলাম। বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে নুরুল ৭ বার ঢাকায় নিয়ে যায় বাদশাকে। পরিবারের চাপে একপর্যায়ে নুরুল ইসলাম গত এক মাস আগে চেংগাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শাহাবুদ্দিনের মাধ্যমে বাদশাকে বিদেশে পাঠানোর কথাবার্তা চূড়ান্ত করে। ৬ সেপ্টেম্বর বুধবার বাদশা শাহাবুদ্দিনের সঙ্গে কথা বললে, তিনি নির্দিষ্ট তারিখ জানাতে ব্যর্থ হয়। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার আত্মহত্যার আগে বাদশা আবারও শাহাবুদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তা শুরু করে। শাহাবুদ্দিন আবারও নির্ধারিত কোন তারিখ জানাতে না পারায় মোবাইল ফোন রেখে নিজ ঘরের আড়ার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বাদশা।

চেংগাড়া গ্রামের নুরুল ইসলাম জানান, বাদশাকে সিঙ্গাপুরে পাঠানোর প্রায় ১১ মাস আগে বাদশার পিতার কাছ থেকে ৮ লক্ষ ৩০ হাজার টাকা জমা নেয়। কিন্তু বাদশাকে সিঙ্গাপুরে পাঠাতে ব্যর্থ হওয়ায় বাদশার পিতাকে ডেকে একই গ্রামের আজিজুল হকের ছেলে শাহাবুদ্দিনকে এস এন বি ট্রাভেলস কোম্পানির মাধ্যমে সিঙ্গাপুরে পাঠানোর জন্য ৮ লাখ ৩০ হাজার টাকা বুঝিয়ে দেয়। তারপর থেকে নুরুল ইসলামের সঙ্গে বাদশা ও তার পরিবারের কোন সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

অপরদিকে শাহাবুদ্দিন এই অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকৃতপক্ষে বাদশাহ হচ্ছে নুরুল ইসলামের ক্লাইন্ট। এ বিষয়ে আমার চাইতে নুরুল ইসলাম ভালো বলতে পারবে।

এ বিষয়ে গাংনী থানা ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, উপজেলার মুন্দা গ্রামে গলায় ফাঁস নিয়ে এক যুবকের আত্মহত্যার সংবাদ পেয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দয়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ