• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫১:৩৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫১:৩৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাতক্ষীরা বিজিবির অভিযানে ৩১টি স্বর্ণের বারসহ আটক ২

৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:২৩:২৭

সাতক্ষীরা বিজিবির অভিযানে ৩১টি স্বর্ণের বারসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি: বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে ৩১টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করা হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের বৈকারী সরদার পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো, সাতক্ষীরা সদরের বৈকারী গ্রামের বাবর আলী ছেলে মোঃ তুহিন (২০) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন(২২)

বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বুধবার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের পিলার ৭/৪৮-এস হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদার পাড়া এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় বৈকারী বিওপি’র নায়েক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। সকাল ৭ টায় ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময়ে তুহিন ও সজিবকে ২টি মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের মোটরসাইকেল তল্লাশী করে ৩১টি স্বর্ণেরবার উদ্ধার করে বিজিবি সদস্যরা।

চোরাকারবারীরা স্বর্ণের বারগুলো কৌশলে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতরে বহন করছিল। উদ্ধার করা স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম, যার মূল্য ৬ কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ টাকা।

আটকদেরকে সাতক্ষীরা থানায় সোপর্দ করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ