• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৭:৫৪ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৭:৫৪ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে সংরক্ষিত বনে মিললো হাতির মরদেহ

৪ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৩৪:৩৬

রামুতে সংরক্ষিত বনে মিললো হাতির মরদেহ

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনাঞ্চলের খালে দেখা মিললো এক‌টি বন‌্যহাতির মরদেহ। 

৩ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জের পশ্চিম গোয়ালিয়া দোচারী খালে হাতির মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা ধোয়াপালং বিট কর্মকর্তাকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধোয়াপালং বিট কর্মকর্তা আব্দুল করিম।

তিনি জানান, ‘স্থানীয়দের মাধ্যমে মৃত হাতি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিষয়টি বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। পাশাপাশি বনবিভাগের মেডিকেল টিম ও এলিফ্যান্ট রেসপন্স টিমকে অবহিত করলে তারা এসে হাতিটির ময়নাতদন্ত করেন। ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

ধোঁয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ‘হাতিটির আনুমা‌নিক বয়স ১৮ থেকে ২০ বছর হতে পারে। হা‌তি‌টি আঘাতের কার‌ণে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, হা‌তি‌টির পায়ে বড় আঘাতের চিহ্ন ও রশি মুড়ানো রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘হাতিটি কীভাবে মারা গেল তা তদন্ত করে দেখার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ