• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪১:৩৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪১:৩৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশ: বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন মামুন বিশ্বাস

২ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:১৬:১০

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশ: বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন মামুন বিশ্বাস

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ৫ ছেলের সংসারে ঠাঁই না পাওয়া সিরাজগঞ্জের চৌহালীর বৃদ্ধ হামিদ মোল্লা ও ফজিলা খাতুন দম্পতির পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামে ঐ দম্পতির মেয়ের বাড়িতে গিয়ে এ সহায়তা তুলে দেয়া হয়।

২৫ আগষ্ট এশিয়ান টিভি অনলাইনে, ‘চৌহালীতে ৫ ছেলের কারও ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ বাবা-মায়ের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সেটি নজড়ে আসে সিরাজগঞ্জ বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও সমাজকর্মী মামুন বিশ্বাসের। তিনি স্বপ্রণোদিত হয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ঐ বৃদ্ধ অসহায় দম্পতিকে সহায়তার জন্য। পরে দেশ-বিদেশ থেকে অনেকেই ঐ অসহায় বৃদ্ধ দম্পতিকে সহায়তায় অর্থ পাঠায় মামুন বিশ্বাসের কাছে। প্রায় ৮৫ হাজার টাকা জমা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামুন বিশ্বাস। পরে তিনি ঐ দম্পতির জন্য জামা-কাপড়, ৪ বস্তা চাল, ডাল, তেলসহ খাদ্য সহায়তা, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ নগদ ৬৯ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এসময় গণমাধ্যকের উপস্থিতিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে এ সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য এ দম্পতিকে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া বসবাসের জন্য একটি সরকারি ঘড় করে দেয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।  

পরিবেশ ও সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বৃদ্ধ বাবা-মাকে ছেলেরা ফেলে রেখে গেছে। দেখে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সেখান থেকে ফেসবুক বন্ধুদের মাধ্যমে ৮৫ হাজার টাকা সহায়তা সংগ্রহ করি। সে টাকা দিয়েই এ বৃদ্ধ অসহায় দম্পতির জন্য জামা কাপড়, ৪ বস্তা চাল, ডাল, তেলসহ খাদ্যদ্রব্য কিনি এবং বাকি নগদ টাকা তাদের হাতে তুলে দেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩